GK in Bengali Part-1
নমস্কার,
West Bengal Police এবং West Bengal Public Service Commission (WBPSC) -এর কিছু গুরুত্ব পূর্ণ সম্ভাব্য GK প্রশ্ন এবং উত্তর আপনাদের সাথে শেয়ার করলাম।
ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন।
Click here for National Parks in India | In 2021 All Important Facts on Indian National Parks | Static Gk
Click here for 50+ GA/GS/GK (RRB NTPC Exam Analysis)
Click here for General Awareness Quiz for NTPC, Group-D, SSC CGL, MTS and CHSL
Click here for More Current Affairs & Static GK Quiz
Daily Live Quiz Poll (Telegram): https://t.me/indianstudycorner
West Bengal Police পরীক্ষার স্পেশাল G.K.
Click here for Bengali GK Part 2
১. ভারতের নেপােলিয়ান কাকে বলা হত ?
২. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ জয়প্রকাশ নারায়ণ
৩. ‘গরবা’ নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
৩. ‘গরবা’ নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
উত্তরঃ গুজরাটে
৪. নিখিল ভারত কৃষকসভা কবে স্থাপিত হয় ?
৪. নিখিল ভারত কৃষকসভা কবে স্থাপিত হয় ?
উত্তরঃ১৯৩৬ খ্রিস্টাব্দে
৫. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
৬. ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
৬. ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু
৭. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
উত্তরঃ নেপচুন
৮. সুভাষচন্দ্র বসু কাকে কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন ?
উত্তরঃ নেপচুন
৮. সুভাষচন্দ্র বসু কাকে কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন ?
উত্তরঃ গান্ধীজি সমর্থিত পট্টভি সিতারামাইয়াকে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন।
৯. কেলভিন কিসের একক ?
৯. কেলভিন কিসের একক ?
উত্তরঃ তাপমাত্রা
১০. ‘আগা খান কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি
১১. সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হন ?
উত্তরঃ ১৯৩৮ খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন।
১২. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তরঃ আমেদাবাদকে
১৩. ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির প্রণেতা কে ?
উত্তরঃ রুশাে
১৪. আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড আরউইন ।
১৫. ভুটানের জাতীয় খেলার নাম কি ?
১৫. ভুটানের জাতীয় খেলার নাম কি ?
উত্তরঃ তিরন্দাজি।
১৬. আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম কী ?
১৬. আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম কী ?
উত্তরঃ হলসরােজিনী নাইডু
১৭. অগ্নির দ্বীপ কাকে বলা হয় ?
উত্তরঃ আইসল্যান্ডকে
১৮. সর্ব ভারতীয় কৃষক সভার একজন নেতার নাম কী ?
উত্তরঃ হলস্বামী সহজানন্দ সরস্বতী
১৯. কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম কী?
১৯. কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম হল আচার্য নরেন্দ্র দেব ।
২০. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী ছিল?
উত্তরঃ হিন্দুস্থান সােসালিস্ট রিপাবলিকান অ্যাসােসিয়েশন
২১. সুর্যসেন কী নামে পরিচিত?
২১. সুর্যসেন কী নামে পরিচিত?
উত্তরঃ মাস্টারদা সূর্যসেন।
২২. 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' বিপ্লবী দল কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ?
২২. 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' বিপ্লবী দল কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ মাস্টারদা সূর্যসেনের
২৩. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন ?
উত্তরঃ মাস্টারদা সূর্যসেন।
২৪. তৃতীয় গােলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৩২ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর তৃতীয় গােলটেবিল। বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
২৫. ১৯৩৪ খ্রিস্টাব্দে মুসলিম লিগের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন ?
২৫. ১৯৩৪ খ্রিস্টাব্দে মুসলিম লিগের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন ?
উত্তরঃ মহম্মদ আলি জিন্নাহ ১৯৩৪ খ্রিস্টাব্দে মুসলিম লিগের সভাপতি নির্বাচিত হন।
২৬. বি. আর. আম্বেদকর কোন সম্প্রদায়ের নেতা ছিলেন।
উত্তরঃ বি. আর. আম্বেদকর
উত্তরঃ বি. আর. আম্বেদকর
২৭. মহম্মদ আলি জিন্নাহ কোন দলের সভাপতি ছিলেন ?
উত্তরঃ নিখিল ভারত মুসলিম লিগের
২৮. স্যার ইকবাল কে ছিলেন?
উত্তরঃ স্যার ইকবাল ছিলেন প্রখ্যাত উর্দুকবি ও চিন্তাবিদএবং ভারতীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের প্রবক্তা
২৯. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯০৬ সালের ৩০শে ডিসেম্বর মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়।
৩০. পাকিস্তান প্রস্তাব কে দেন ?
উত্তরঃ কেমব্রিজের ভারতীয় ছাত্র চৌধুরী রহমৎ আলি পাকিস্তান প্রস্তাব দেন।
৩১. কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হইয়াছিল ?
উত্তরঃ ১৯২০ সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হইয়াছিল
৩২. ফরােয়ার্ড ব্লক কবে এবং কে প্রতিষ্ঠা করেন?
৩২. ফরােয়ার্ড ব্লক কবে এবং কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ফরােয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
৩৩. চৌদ্দ দফা দাবি কে উপস্থাপিত করেন ?
উত্তরঃ মহম্মদ আলি জিন্নাহ।
৩৪. ফরােয়ার্ড ব্লক কেন প্রতিষ্ঠিত হয় ?
৩৪. ফরােয়ার্ড ব্লক কেন প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসুর সঙ্গে গান্ধীজির মতবিরােধ দেখা। দিলে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরােয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়
৩৫. গান্ধী-আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় ?
৩৫. গান্ধী-আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ই মার্চ গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়
৩৬. কবে দ্বিতীয় গােলটেবিল বৈঠক আহুত হয়েছিল ?
উত্তরঃ ১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দ্বিতীয়। গােলটেবিল বৈঠক আহুত হয়েছিল
৩৭. দ্বিতীয় গােলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ লন্ডনে অনুষ্ঠিত
৩৮. 'পন্থ প্রস্তাব' কী ?
৩৮. 'পন্থ প্রস্তাব' কী ?
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দের মার্চে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনেগান্ধীজির প্রতি যে আস্থা-সূচক প্রস্তাব গৃহিত হয় তা 'পন্থ প্রস্তাব' নামে পরিচিত
৩৯. কত খ্রিস্টাব্দে এবং কোন অধিবেশনে 'পাকিস্তান প্রস্তাব' প্রথম গৃহিত হয় ?
উত্তরঃ ১৯৪০ খ্রিস্টাব্দের মার্চ মাসে মহম্মদ আলি জিন্নাহ - এর সভাপতিত্বে লাহােরে অনুষ্ঠিত মুসলিম লিগের অধিবেশনে প্রথম 'পাকিস্তান প্রস্তাব' গৃহিত হয়
৪০. দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে যোগদান করেন ?
উত্তরঃ গান্ধীজি
৪১. দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন?
উত্তরঃ স্যার সৈয়দ আহম্মদ খাঁ
৪২. পুণা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় ?
উত্তরঃ মহাত্মা গান্ধী ও ডঃ বি.আর. আম্বেদকরের
৪৩. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন?
৪৩. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন?
উত্তরঃ গান্ধিজি
৪৪. মুসলিম লিগের লাহাের প্রস্তাবের গুরুত্ব কী ?
৪৪. মুসলিম লিগের লাহাের প্রস্তাবের গুরুত্ব কী ?
উত্তরঃ ১৯৪০ খ্রিস্টাব্দের মার্চ মাসে মহম্মদ আলি জিন্নাহ - এর সভাপতিত্বে লাহােরে অনুষ্ঠিত মুসলিম লিগের। অধিবেশনে প্রথম 'পাকিস্তান প্রস্তাব গৃহিত হয়। এই প্রস্তাবে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানানাে হয়।
৪৫. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
৪৫. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী
৪৬. স্বাধীনতার পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন?
৪৬. স্বাধীনতার পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন?
উত্তরঃ মৌলানা আবুল কালাম
৪৭. আর্যসমাজ কত সালে সারা ভারত শুদ্ধি সভা গঠন করেন?
উত্তরঃ ১৮৭৭
৪৮. স্বাধীনতার প্রাক্কালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
৪৮. স্বাধীনতার প্রাক্কালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ আচার্য জে.বি. কৃপালিনী।
৪৯. আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন?
উত্তরঃ নরেন গোঁসাই
৫০. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত?
৫০. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত?
উত্তরঃ খান আব্দুল গফফর খান।
Click here for More Current Affairs & Static GK Quiz
More Link: 👉 Weekly CA November 2nd Week 2021
👉 Monthly One Liner Current Affairs
👇
1. Maths Quiz with Explanation
Please share it with your friends & help them.
Daily Live Quiz Poll (Telegram): https://t.me/indianstudycorner
Follow us on FB: https://www.facebook.com/indianstudycorner
Follow us on Twitter: https://twitter.com/bapi__nath
Daily Positive Thoughts (Instagram): https://instagram.com/bapi_nath
Daily Quiz (FB): https://www.facebook.com/groups/indianstudycorner
Pinterest: https://in.pinterest.com/iscbapinath/_saved/
Please share it with your friends & help them.