West Bengal Police পরীক্ষার স্পেশাল G.K.
West Bengal Police এবং West Bengal Public Service Commission (WBPSC) -এর কিছু গুরুত্ব পূর্ণ সম্ভাব্য GK প্রশ্ন এবং উত্তর আপনাদের সাথে শেয়ার করলাম।
ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন।
Click here for GK In Bengali Part 1
Click here for National Parks in India | In 2021 All Important Facts on Indian National Parks | Static Gk
Click here for 50+ GA/GS/GK (RRB NTPC Exam Analysis)
Click here for General Awareness Quiz for NTPC, Group-D, SSC CGL, MTS and CHSL
Click here for More Current Affairs & Static GK Quiz
১. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান
২. সীমান্ত গান্ধির অনুচরদের কী বলা হত?
উত্তরঃ সীমান্ত গান্ধির অনুচরদের 'খােদা-ই-খিদমতগার' বলা হত। এঁরা 'লাল-কোর্তা নামেও পরিচিত ছিলেন।
৩. আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন?
উত্তরঃ স্যার থিওডর বেক।
৪. আসাম অ্যাসােসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯০৫ খ্রিঃ
৫. কোথায় ভারত ছাড়াে প্রস্তাব গৃহিত হয় ?
৫. কোথায় ভারত ছাড়াে প্রস্তাব গৃহিত হয় ?
উত্তরঃ বােম্বাই-এ নিখিল ভারত কংগ্রেস কমিটিতে ভারত ছাড়াে প্রস্তাব গৃহিত হয়।
৬. আসামে সার্বজনিক সভা কে গঠন করেন?
৬. আসামে সার্বজনিক সভা কে গঠন করেন?
উত্তরঃ জগন্নাথ বড়ুয়া
৭. ভারত ছাড়াে আন্দোলনের সময় কারা গণবিদ্রোহে মূল নেতৃত্ব দিয়েছিলেন ?
৭. ভারত ছাড়াে আন্দোলনের সময় কারা গণবিদ্রোহে মূল নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তরঃ জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলি, রামমনােহর লােহিয়া, অচ্যুত পটবর্ধন, নানা পাতিল প্রমুখ। নেতৃবৃন্দ ভারত ছাড়াে আন্দোলনের গণবিদ্রোহে মূল নেতৃত্ব দিয়েছিলেন
৮. আসামের কোন অঞ্চল গণভােটের মাধ্যমে পুর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়?
উত্তরঃ সিলেট
৯. দাচিগাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর
১০. তামিলনাড়ুর কোথায় ম্যানগ্রোভ অরন্য দেখা যায়?
১০. তামিলনাড়ুর কোথায় ম্যানগ্রোভ অরন্য দেখা যায়?
উত্তরঃ পিচাভরম
১১. ক্রিপস কমিশন কবে ভারতে আসে এবং এই মিশনের সদস্য কে ছিলেন ?
১১. ক্রিপস কমিশন কবে ভারতে আসে এবং এই মিশনের সদস্য কে ছিলেন ?
উত্তরঃ ১৯৪২ খ্রিস্টাব্দের ২২শে মার্চ ক্রিপস কমিশন। ভারতে আসে এবং এই মিশনের একমাত্র সদস্য ছিলেন ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।
১২. জিন প্রতিস্থাপিত ফসলে বি.টি জিন প্রতিস্থাপন করা হয়। এই বি.টি কথার অর্থ কি?
উত্তরঃ ব্যাসিলাস থুরিনজিয়েনসিস
১৩. আমার স্বপ্নের ভারত (The India of my dreams) কে বলেছিলেন?
উত্তরঃ ডঃ আব্দুল কালাম
১৪. গিনি উপকূলের শুষ্ক ও বালুকাপূর্ণ যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে?
উত্তরঃ হারমাট্টান
১৪. গিনি উপকূলের শুষ্ক ও বালুকাপূর্ণ যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে?
উত্তরঃ হারমাট্টান
১৫. টাক্কাভি( Taccavi) কী ?
উত্তরঃ একধরনের কৃষিঋণ
১৬. হজকিনসে রােগ সারাতে ব্যাবহৃত হয় কোন ভেষজ উদ্ভিদ?
উত্তরঃ রােজ পেরিউইঙ্কল
১৭. বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) আইনটি কবে পাশ হয় ?
উত্তরঃ ২০০৫ সালে
১৮. কোন পর্বের প্রানীদের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ আর্থোপােড়া
১৯. সংগম সাহিত্য আত্মপ্রকাশ করে ভারতের কোন অংশে ?
উত্তরঃ দক্ষিণ ভারত
২০. বিশ্ব আবহাওয়া দিবস কত তারিখ উদযাপিত হয়?
উত্তরঃ ২৩ মার্চ
২১. বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি পালনকে কি বলা হয়?
২১. বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি পালনকে কি বলা হয়?
উত্তরঃ এপিকালচার
২২. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে?
২২. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে?
উত্তরঃ : ডারবান
২৩. বিশ্ব প্রানীবিকাশ দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি?
২৩. বিশ্ব প্রানীবিকাশ দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি?
উত্তরঃ ৪ঠা অক্টোবর।।
২৪. প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?
২৪. প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?
উত্তরঃ বিশ্বনাথন আনন্দ
২৫. অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
২৫. অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উত্তরঃ খেলাধূলার অবদানের জন্য
২৬. ফটোভােল্টিক প্রযুক্তির দ্বারা কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়?
২৬. ফটোভােল্টিক প্রযুক্তির দ্বারা কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উত্তরঃ সৌরবিদ্যুৎ।
২৭. পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উত্তরঃ সাংবাদিকতা ও সাহিত্য
২৮. কোন জেলায় প্রথম হাই স্পিড রুরাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু হয় ?
উত্তরঃ ইডুক্কি, কেরালা
২৯. রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?
উত্তরঃ ফিলিপিন্স
৩০. ট্রেনে টিকিট পরীক্ষা করেন TTE। পুরাে কথা কী ?
৩০. ট্রেনে টিকিট পরীক্ষা করেন TTE। পুরাে কথা কী ?
উত্তরঃ ট্রাভেলিং টিকিট এগজামিনার
৩১. ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি?
৩১. ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি?
উত্তরঃ ভারতরত্ন
৩২. কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ- সংবিধানের কোন ধারায় উল্লেখিত ?
৩২. কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ- সংবিধানের কোন ধারায় উল্লেখিত ?
উত্তরঃ আর্টিকল ২৪
৩৩. ভারতের সর্বোচ্চ সাহসী (wartime) পুরস্কার কোনটি?
৩৩. ভারতের সর্বোচ্চ সাহসী (wartime) পুরস্কার কোনটি?
উত্তরঃ পরমবীর চক্র।
৩৪. ভারতে রেপাে হার ঘােষণা করে কে ?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক
৩৫. ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি (peacetime) অ্যাওয়ার্ড কোনটি?
৩৫. ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি (peacetime) অ্যাওয়ার্ড কোনটি?
উত্তরঃ অশােকচক্র
৩৬. দেবনম প্রিয়া নামে অভিহিত হতেন কোন সম্রাট ?
৩৬. দেবনম প্রিয়া নামে অভিহিত হতেন কোন সম্রাট ?
উত্তরঃ সম্রাট অশােক।
৩৭. জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
৩৭. জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উত্তরঃ সাহিত্যকর্ম
৩৮. এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি কোনটি?
উত্তরঃ গােবি
৩৯. প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান?
৩৯. প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান?
উত্তরঃ আশাপূর্ণা দেবী (প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য)।
৪০. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
৪০. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তরঃ বিশেষ ধরনের অনৈচ্ছিক
৪১. দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
৪১. দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উত্তরঃ খেলার কোচেদের জন্য
৪২. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস
৪২. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস
উত্তরঃ শ্বসন
৪৩. মানুষের ক্রোমােজোমের সংখ্যা কত?
৪৩. মানুষের ক্রোমােজোমের সংখ্যা কত?
উত্তরঃ ২৩ জোড়া
৪৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
৪৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ ৬ টি
৪৫. হিমােগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
৪৫. হিমােগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তরঃ আমিষ
৪৬. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
৪৬. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তরঃ অগ্ন্যাশয় হতে
৪৭. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?
৪৭. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তরঃ উট
৪৮. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে?
উত্তরঃ জেনেটিক্স
৪৯. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তরঃ ৩
৫০. কোন খাদ্যে প্রােটিন বেশি?
উত্তরঃ মসুর ডাল
Click here for GK In Bengali Part 2
Click here for More Current Affairs & Static GK Quiz
Click here for Most Important General Study (GS) for Railway NTPC, Group D and Others Competitive exams | Questions with Answers|
Important GK for WBP and WBPSC | Expected 50 Questions with Answers for West Bengal police in Bengali Part 2
Current Affairs Quiz 28th Jan 2021 (Questions with Answers) | MCQ type Questions | Useful for All Competitive Exams
EXPECTED Current Affairs for Railway NTPC, Group D and other Competitive exams Questions with Answers | General Awareness Quiz |
Current Affairs Quiz January 2021 | Objective MCQ CA Quiz |
General Awareness Exam Review RRB NTPC Questions and Answers | Most Expected General Awareness Questions for Recent Exmas
Most Important EXPECTED GK, GA, GS (MODEL PAPER) Questions with Answer for Railway NTPC, Group D and other Competitive exams
GK Trick in Hindi Part - I | Static Gk Tricks in Hindi | All Vitamins Disease tricks | कर्क रेखा भारत के आठ राज्यों से गुजरती है याद करने की शॉर्टकट ट्रिक्स |
Daily Live Quiz Poll (Telegram): https://t.me/indianstudycorner
Follow us on FB: https://www.facebook.com/indianstudycorner
Follow us on Twitter: https://twitter.com/bapi__nath
Daily Positive Thoughts (Instagram): https://instagram.com/bapi_nath
Daily Quiz (FB): https://www.facebook.com/groups/indianstudycorner
Pinterest: https://in.pinterest.com/iscbapinath/_saved/
Please share it with your friends & help them.