সরকারি চাকরির প্রস্তুতিতে GENERAL STUDIES মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর
নমস্কার,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, General Studies এর কিছু গুরুত্ব পূর্ণ সম্ভাব্য Questions & Answers; যেটি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে Note down 👇 করে নাও।
Click here for Bengali GK Part 2 Answers given below
Answer Given Below |
(ক) মাইকেল ফ্যারাডে
(খ) আলফ্রেড নোবেল
(গ) রবার্ট হুক
(ঘ) টমাস আলভা এডিসন
২) কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়?
(ক) পরিকল্পনা কমিশন
(খ) ক্রিপস মিশন
(গ) সংবিধান মিশন
(ঘ) ক্যাবিনেট মিশন
(খ) অতিরিক্ত ফসফরাসের জন্য
(গ) অতিরিক্ত নাইট্রেটের জন্য
(ঘ) এর কোনোটি সঠিক নয়
৪) রাশিয়ার নতুন সংবিধান অনুসারে ভ্রাদিমির পুতিন কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন?
(ক) ২০৩০ সাল
৪) রাশিয়ার নতুন সংবিধান অনুসারে ভ্রাদিমির পুতিন কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন?
(ক) ২০৩০ সাল
(খ) ২০৩৬ সাল
(গ) ২০৩৫ সাল
(গ) ২০৩৫ সাল
(ঘ) এর কোনোটি সঠিক নয়
৫) ক্রিকেট খেলায় নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়?
(ক) টি
৫) ক্রিকেট খেলায় নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়?
(ক) টি
(খ) পেনাল্টি কর্নার
(গ) ফল্ট
(ঘ) সিলি পয়েন্ট
৬) সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হল ……………
(ক) আয়োডিন
৬) সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হল ……………
(ক) আয়োডিন
(খ) ব্রোমিন
(গ) হাইড্রোজেন
(ঘ) কোনোটি সঠিক নয়
৭) মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন?
(ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
৭) মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন?
(ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(খ) দয়ারাম সাহানি
(গ) ক ও খ দুটোই ঠিক
(ঘ) এর কোনোটি সঠিক নয়
৮) ভারত সরকারের নিম্নলিখিত কোন মন্ত্রক আর্থিক নীতি প্রণয়ন করে?
(ক) প্রতিরক্ষা
(ঘ) এর কোনোটি সঠিক নয়
৮) ভারত সরকারের নিম্নলিখিত কোন মন্ত্রক আর্থিক নীতি প্রণয়ন করে?
(ক) প্রতিরক্ষা
(খ) অর্থ
(গ) মানব সম্পদ
(ঘ) স্বরাষ্ট্র
৯) রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন ছদ্মনামে লিখতেন?
(ক) পরশুরাম
৯) রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন ছদ্মনামে লিখতেন?
(ক) পরশুরাম
(খ) বীরবল
(গ) বনফুল
(ঘ) ভানুসিংহ
১০) মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়?
(ক) ওয়াল স্ট্রিট জার্নাল
১০) মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়?
(ক) ওয়াল স্ট্রিট জার্নাল
(খ) সায়েন্টিফিক আমেরিকান
(গ) নিউ ইয়র্ক টাইমস
(ঘ) ওয়াশিংটন পোস্ট
১১) কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী?
(ক) ভিটামিন সি
১১) কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী?
(ক) ভিটামিন সি
(খ) ভিটামিন এ
(গ) ভিটামিন বি
(ঘ) ভিটামিন কে
১২) দেশের প্রথম ট্রাম লাইব্রেরি কোথায় চালু হয়েছে?
(ক) জয়পুর
১২) দেশের প্রথম ট্রাম লাইব্রেরি কোথায় চালু হয়েছে?
(ক) জয়পুর
(খ) কলকাতা
(গ) দিল্লি
(ঘ) মুম্বই
১৩) নিম্নলিখিত কোন গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত?
(ক) পিটুইটারি গ্রন্থি
১৩) নিম্নলিখিত কোন গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত?
(ক) পিটুইটারি গ্রন্থি
(খ) অ্যাড্রিনাল গ্রন্থি
(গ) থাইরয়েড গ্রন্থি
(ঘ) কোনোটি সঠিক নয়
১৪) নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন?
(ক) ঋগ্বেদ
১৪) নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন?
(ক) ঋগ্বেদ
(খ) সামবেদ
(গ) যজুর্বেদ
(ঘ) অথর্ববেদ
১৫) হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
(ক) ১৫৫৬ সালে
১৫) হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
(ক) ১৫৫৬ সালে
(খ) ১৫৬৫ সালে
(গ) ১৫৭৬ সালে
(ঘ) ১৫৮৬ সালে
১৬) নিম্নলিখিত কোন উপাদানটি আমলকীতে বেশি পরিমাণে থাকে?
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন ডি
১৭) সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের সর্বোচ্চ বয়সসীমা কত?
(ক) ৬২ বছর
১৭) সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের সর্বোচ্চ বয়সসীমা কত?
(ক) ৬২ বছর
(খ) ৬৩ বছর
(গ) ৬৪ বছর
(গ) ৬৪ বছর
(ঘ) ৬৫ বছর
১৮) প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়?
(ক) ৪ জুলাই
১৮) প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়?
(ক) ৪ জুলাই
(খ) ২৫ জুন
(গ) ৩১ জুলাই
(ঘ) ৫ জুন
১৯) ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনটি করা হয় কত সালে?
(ক) ১৯৫০ সালে
১৯) ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনটি করা হয় কত সালে?
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৫১ সালে
(গ) ১৯৬০ সালে
(গ) ১৯৬০ সালে
(ঘ) ১৯৬১ সালে
২০) সিন্ধু সভ্যাতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না?
(ক) লোহা
২০) সিন্ধু সভ্যাতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না?
(ক) লোহা
(খ) তামা
(গ) টিন
(ঘ) এর কোনোটি সঠিক নয়
Click here for More Current Affairs & Static GK Quiz
উত্তর:-
১. (খ) ২. (ঘ) ৩. (গ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (ক) ৮. (খ) ৯. (ঘ) ১০. (খ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (ঘ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (ক)
More Link: 👉 Weekly CA November 2nd Week 2021
👉 Monthly One Liner Current Affairs
👇
1. Maths Quiz with Explanation
Please share it with your friends & help them.
Click here for National Parks in India | In 2021 All Important Facts on Indian National Parks | Static Gk
Click here for 50+ GA/GS/GK (RRB NTPC Exam Analysis)
Click here for General Awareness Quiz for NTPC, Group-D, SSC CGL, MTS and CHSL
Click here for More Current Affairs & Static GK Quiz
Click here for 10th May to 15th May Weekly Current Affairs
Click here for More General Awareness Quiz
Follow us on FB: https://www.facebook.com/indianstudycorner
Follow us on Twitter: https://twitter.com/bapi__nath
Daily Positive Thoughts (Instagram): https://instagram.com/bapi_nath
Daily Quiz (FB): https://www.facebook.com/groups/indianstudycorner
Pinterest: https://in.pinterest.com/iscbapinath/_saved/
Please share it with your friends & help them.
Dhonnobaad Dada question gulo bangla te deowar jonno
ReplyDeleteThank you Puja tomar motamot dewar jonno,,,, Ami try korbo aaro Bengali te Question Answers post korar.
DeleteDhonnobaad Dada question gulo bangla te deowar jonno
ReplyDelete