General Studies in Bengali Set 2 | খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সব পরীক্ষার উপযোগী | General Studies for WBP WBPSC Railway SSC | Important General Studies Questions and Answers for West Bengal Govt Exams





সরকারি চাকরির প্রস্তুতিতে 

GENERAL STUDIES 

মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর







নমস্কার,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, General Studies এর কিছু গুরুত্ব পূর্ণ সম্ভাব্য Questions & Answers; যেটি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে Note down 👇 করে নাও।

ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের  সাথে শেয়ার করুন। 



 উত্তর নিচে দেওয়া আছে


১।  `বিশ্ব বই দিবস’ কবে পালিত হয়? 

(ক) ২৩ এপ্রিল 

(খ) ২৪ এপ্রিল 

(গ) ২৫ এপ্রিল 

(ঘ) ২৬ এপ্রিল


২। আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?

(ক) তাপ্তী 

(খ) নর্মদা 

(গ) কৃষ্ণা 

(ঘ) সবরমতি



৩। কৃষ্ণ মৃত্তিকা নিচের কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী?

(ক) ধান 

(খ) চা 

(গ) গম 

(ঘ) তুলা


৪। কচ্ছপ নিম্নলিখিত কোন শ্রেণিভুক্ত?

(ক) সরীসৃপ 

(খ) উভচর 

(গ) মৎস 

(ঘ) স্তন্যপায়ী


৫। নিম্নলিখিত কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?

(ক) অক্টোপাস 

(খ) স্টার মাছ 

(গ) তিমি 

(ঘ) হাঙর


৬। নিম্নলিখিত কোন শহরটি `ভারতের প্রবেশদ্বার’ নামে পরিচিত?

(ক) চেন্নাই 

(খ) মুম্বই 

(গ) নয়াদিল্লি 

(ঘ) কলকাতা


৭। চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত?

(ক) গুজরাট 

(খ) মধ্যপ্রদেশ 

(গ) পশ্চিমবঙ্গ 

(ঘ) এর কোনোটি সঠিক নয়


৮। কত সালে ভারতীয় রেলের জাতীয়করণ হয়?

(ক) ১৯৪৯ সালে 

(খ) ১৯৫০ সালে 

(গ) ১৯৫১ সালে 

(ঘ) ১৯৫২ সালে


৯। দিল্লিতে লালদুর্গ কে তৈরি করেন?

(ক) শাহজাহান 

(খ) আকবর 

(গ) চেঙ্গিস খাঁ 

(ঘ) হুমায়ুন


১০। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?

(ক) জাপান 

(খ) অস্ট্রেলিয়া 

(গ) ফিনল্যান্ড 

(ঘ) নরওয়ে


১১। কাকে দ্বিতীয় আলেকজান্ডার নামে অভিহিত করা হয়?

(ক) আলাউদ্দিন খিলজি 

(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(গ) সমুদ্রগুপ্ত 

(ঘ) অশোক


১২। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম `ক্যালকাটা’ থেকে পরিবর্তন করে `কলকাতা’ রাখা হয় কত সালে?

(ক) ২০০০ 

(খ) ২০০১ 

(গ) ২০০২ 

(ঘ) ২০০৩


১৩. পশ্চিমবঙ্গের কোন জায়গায় ম্যানগ্রোভের বন পাওয়া যায়?

(ক) বিষ্ণুপুর 

(খ) সুন্দরবন 

(গ) বোলপুর 

(ঘ) এর কোনোটি সঠিক নয়


১৪. ভারতের সবথেকে প্রাচীন হাইকোর্ট কোনটি?

(ক) মুম্বই হাইকোর্ট 

(খ) মাদ্রাজ হাইকোর্ট 

(গ) এলাহাবাদ হাইকোর্ট 

(ঘ) কলকাতা হাইকোর্ট


১৫. `আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী’ দিবস কবে পালিত হয়?

(ক) ৮ ডিসেম্বর 

(খ) ১০ ডিসেম্বর 

(গ) ৯ ডিসেম্বর 

(ঘ) ১১ ডিসেম্বর


১৬. কোন দেশ আমেরিকাকে `স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দিয়েছিল?

(ক) জার্মানি 

(খ) ফ্রান্স 

(গ) ইংল্যান্ড 

(ঘ) চিন


১৭. ভারতের কোন রাজ্য আয়তনে বৃহত্তম?

(ক) অন্ধ্রপ্রদেশ 

(খ) মধ্যপ্রদেশ 

(গ) অরুণাচল প্রদেশ 

(ঘ) রাজস্থান


১৮. ১০ ডিগ্রি চ্যানেল পৃথক করে …………… কে।

(ক) জাভা ও সুমাত্রা 

(খ) নিকোবর ও সুমাত্রা 

(গ) চিন ও তাইওয়ান 

(ঘ) আন্দামান ও নিকোবর


১৯. ছত্তিশগড় কোন রাজ্য থেকে পৃথক হয়ে গঠিত?

(ক) বিহার 

(খ) মধ্যপ্রদেশ 

(গ) হরিয়ানা 

(ঘ) উত্তরপ্রদেশ


২০. BRICS-এর ক্ষেত্রে B অক্ষরটি কোন দেশকে বোঝায়?

(ক) বাংলাদেশ 

(খ) ব্রাজিল 

(গ) বুলগেরিয়া 

(ঘ) বালুচিস্তান




১. (ক) ২. (ঘ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (ক) 
৬. (খ) ৭. (খ) ৮. (খ) ৯. (ক) ১০. (ঘ) 
১১. (ক) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (গ) 
১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (খ) - "Brazil, Russia, India, China, South Africa এই পাঁচটি দেশের প্রথম অক্ষর দিয়ে এই BRICS শব্দটি তৈরি করা হয়েছে" 



Please share it with your friends & help them.




Click here for 24 May to 30 May Weekly Current Affairs

Click here for 17th May to 22nd May Weekly Current Affairs

Click here for 10th May to 15th May Weekly Current Affairs

Click here for 3rd May to 8th May Weekly Current Affairs

Click here for More General Awareness Quiz





Click here for National Parks in India | In 2021 All Important Facts on Indian National Parks | Static Gk

Click here for 50+ GA/GS/GK (RRB NTPC Exam Analysis)


Click here for General Awareness Quiz for NTPC, Group-D, SSC CGL, MTS and CHSL



Click here for More Current Affairs & Static GK Quiz




Click here for 24 May to 30 May Weekly Current Affairs

Click here for 17th May to 22nd May Weekly Current Affairs

Click here for 10th May to 15th May Weekly Current Affairs

Click here for 3rd May to 8th May Weekly Current Affairs

Click here for More General Awareness Quiz



 


Please share it with your friends & help them.

Post a Comment

It would be great to hear from you! If you got any questions, please do not hesitate to send us a message. We are looking forward to hearing from you!

Previous Post Next Post