Important GK MCQ with Answer in Bengali for All Competitive Exams | WBP SI GK Quiz in Bengali Part - 3

Top 50 Most Important GK MCQs in Bengali


Important GK MCQ with Answer in Bengali for All Competitive Exams | WBP SI GK Quiz in Bengali Part - 3



আজকের পোস্টে WBP SI GK Quiz in Bengali Part-03 টি শেয়ার করলাম। যেটির মাধ্যমে তোমরা WBP SI পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া MCQs গুলো দেখে নাও। 

আজ Quiz in Bengali Part-03 টি শেয়ার করলাম। যেটি তৈরি করা হয়েছে বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রের ওপর ভিত্তি করে।

Bengali Online Mock Test – 3:  Contains 50 Most Important GK Questions and Answers in Bengali. See All Questions and Answers in Single Page. *Join Telegram*


General Studies MCQ with Answers

(Important TOP 50 GK Questions & Answers)


  • আজকে আমরা তোমাদের সাথে 50 টি General Studies / GK / General Awareness Question এবং Answers শেয়ার করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুত নিচ্ছো তাদের সুবিদার্থে আজকের এই GK/GS/GA/CA Questions Answers টি দেওয়া হল। আরও MCQs / Quiz / Question এবং Answer বাংলাতে অভ্যাস করার জন্য আমাদের Indian Study Corner পেজটি দেখো।  



    As Govt. Job notification is out and candidates have started their preparation for this exam. We also have started special quizzes for this examination. This series of quizzes are based on the latest pattern of the examination. Regular practice of the questions included in the quizzes will boost up your preparations and it will be very helpful in scoring good marks in the examination.



1➤ তানসেনের আসল নাম কি ?






2➤ সম্প্রতি প্রয়াত অনুপম শ্যাম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?






3➤ সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয় ?






4➤ কোনটি আয়োডিন এর সঙ্গে বিক্রিয়া করে ?

ⓐ প্রোটিন
ⓑ গ্লাইকোজেন
ⓒ গ্লুকোজ
ⓓ স্টার্চ

5➤ একাকীত্বজনিত ভয়কে কি বলা হয় ?

ⓐ অ্যাক্রোফোবিয়া
ⓑ ডিসাইডোফোবিয়া
ⓒ মোনোফোবিয়া
ⓓ থ‍্যানাটোফোবিয়া

6➤ আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO - International Labour Organization) সদর দপ্তর কোথায় অবস্থিত ?

ⓐ নিউইয়র্ক
ⓑ জেনেভা
ⓒ প্যারিস
ⓓ ওয়াশিংটন ডিসি

7➤ ক্যাবিনেট সেক্রেটারী রাজীব গৌবার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো ?

ⓐ ১ বছর
ⓑ ২ বছর
ⓒ ৩ বছর
ⓓ ৪ বছর

8➤ International Army Games 2021 আয়োজিত হবে কোন দেশে ?

ⓐ রাশিয়া
ⓑ ভারত
ⓒ আমেরিকা
ⓓ অস্ট্রেলিয়া

9➤ নিচের কোন রাশির একক ভোল্ট ?

ⓐ তড়িৎ আধান
ⓑ তড়িৎ বিভব
ⓒ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য
ⓓ তড়িৎ প্রবাহমাত্রা

10➤ দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় গঠিত ?

ⓐ ব্যাসল্ট
ⓑ গ্রানাইট
ⓒ নাইস
ⓓ কোয়ার্টজাইট

11➤ World Line Day পালন করা হয় কবে ?

ⓐ ৫ই আগস্ট
ⓑ ১৫ই আগস্ট
ⓒ ১০ই আগস্ট
ⓓ ১১ই আগস্ট

12➤ কোন বিদ‍্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয় ?

ⓐ রসায়ন
ⓑ পদার্থবিজ্ঞান
ⓒ ভূগোল
ⓓ গনিত

13➤ প্যাথলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন ?

ⓐ রোগ সংক্রান্ত বিজ্ঞান
ⓑ জীবাশ্ম
ⓒ শিলা
ⓓ পক্ষী সংক্রান্ত

14➤ কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয় ?

ⓐ ইনসুলিন
ⓑ ভিটামিন B12
ⓒ পেপসিন
ⓓ সবকটি

15➤ পলাশীর যুদ্ধ কাব‍্যগ্ৰন্থটি কার লেখা ?

ⓐ রাজশেখর বসু
ⓑ নবীনচন্দ্র সেন
ⓒ মানিক বন্দ্যোপাধ্যায়
ⓓ সুকুমার সেন

16➤ তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ?

ⓐ পিয়ারে কুরি
ⓑ হেনরি বেকরেল
ⓒ থমসন
ⓓ স্মিথ

17➤ পল্লী কবি নামে পরিচিত কে ?

ⓐ জসীম উদ্দীন
ⓑ সুকান্ত ভট্টাচার্য
ⓒ বিজন ভট্টাচার্য
ⓓ জয় গোস্বামী

18➤ আকবরের আমলে টোডরমল কোন পদে ছিলেন ?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ মনসবদার
ⓒ সুবাদার
ⓓ দেওয়ান

19➤ নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত ?

ⓐ শুটিং
ⓑ ভার উত্তোলন
ⓒ কুস্তি
ⓓ জ্যাভলিন

20➤ পশ্চিমবঙ্গে মোট কতগুলো মহকুমা আছে ?

ⓐ ১১০টি
ⓑ ১১৭টি
ⓒ ১২৩টি
ⓓ ১২৫টি

21➤ তেজস্ক্রিয়তা প্রদর্শনকারী মৌলের পারমাণবিক সংখ্যার সর্বনিম্ন মান কত ?






22➤ নিচের কোনটি ভেক্টর রাশি নয় ?






23➤ নিচের কোনটি স্কেলার রাশি নয় ?






24➤ বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি ?






25➤ টোকিও অলিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতলো ?






26➤ দুধে কোন প্রোটিন পাওয়া যায় ?






27➤ মাদার তেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পান ?






28➤ ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত ?






29➤ কোন রশ্মির ভর নেই ?






30➤ মুসাম্মান বুর্জ সৌধ কে তৈরি করিয়েছিলেন ?






31➤ কোনটি ডাই-স্যাকারাইড ?






32➤ নিচের কোন পলিস্যাকারাইডটি মানব তন্ত্রে পাচিত হয় না?






33➤ কোন গ্ৰহকে বামন গ্ৰহ বলা হয় ?






34➤ সম্প্রতি প্রয়াত সুভ্রমণিয়াম শঙ্কর নারায়ণ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?






35➤ পি ভি সিন্ধু কোন রাজ্যের বাসিন্দা ?






36➤ A Death In Shonagachhi শিরোনামে উপন্যাস লিখলেন কে ?






37➤ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?






38➤ সিডনি সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?






39➤ এনকেফালাইটিস অসুখে মানব শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্থ হয় ?






40➤ ভারতের কোথায় প্রথম সূর্যোদয় হয় ?






41➤ পঞ্চতন্ত্র কার রচনা ?

ⓐ কালিদাস
ⓑ বিষ্ণুশর্মা
ⓒ ভারবি
ⓓ হর্ষবর্ধন

42➤ সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্ৰহ কোনটি ?

ⓐ বুধ
ⓑ শুক্র
ⓒ পৃথিবী
ⓓ মঙ্গল

43➤ ভূগোল শব্দটিকে প্রথম কে ব‍্যবহার করেন ?

ⓐ হামবোল্ট
ⓑ অ্যারিস্টটল
ⓒ এরাটোথেনিস
ⓓ টলেমি

44➤ "মহামতি" কাকে বলা হত ?

ⓐ শেরশাহ
ⓑ আকবর
ⓒ ইলিয়াস শাহ
ⓓ হুসেন শাহ

45➤ ডিমের সাদা অংশে প্রোটিন হল-

ⓐ অ্যালবুমিন
ⓑ গ্লোবিউলিন
ⓒ কেসিন
ⓓ কেরাটিন

46➤ কোন ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয় ?

ⓐ পোলোনিয়াম
ⓑ অ্যাকটিলিনিয়াম
ⓒ থোরিয়াম
ⓓ রেডিয়াম

47➤ কাংড়া বা নগরকোর্ট দুর্গ কে জয় করেছিলেন ?

ⓐ আকবর
ⓑ ঔরঙ্গজেব
ⓒ জাহাঙ্গীর
ⓓ হুমায়ুন

48➤ রেডিয়াম ধাতু তেজস্ক্রিয়তার ফলে পরিবর্তিত হয়ে শেষে কিসে পরিণত হয় ?

ⓐ সীসায়
ⓑ বেরিয়ামে
ⓒ তামায়
ⓓ থোরিয়ামে

49➤ কোনটিকে রক্ত শর্করা বলে ?

ⓐ স্টার্চ
ⓑ গ্যালাকটোজ
ⓒ ফ্রুক্টোজ
ⓓ গ্লুকোজ

50➤ একটি বস্তু সমবেগে সরলরেখায় চললে ,ওর ত্বরণ-

ⓐ শূন্য
ⓑ ধ্রুবক
ⓒ সর্বোচ্চ
ⓓ সর্বনিম্ন


Please share it with your friends & help them.

Post a Comment

It would be great to hear from you! If you got any questions, please do not hesitate to send us a message. We are looking forward to hearing from you!

Previous Post Next Post