Weekly CA Mock Test : November 3rd Week 2021
1➤ সারা ভারত জুড়ে 12 নভেম্বর তারিখে কোন দিবসটি পালিত হয়?
2➤ ‘Global Drug Policy Index 2021’ -এ ভারতের অবস্থান কত?
3➤ পরিবেশদূষণ প্রতিরোধ করতে কোন সরকার “Anti-Open Burning Campaign” শুরু করেছে?
4➤ International Gymnastics Federation (FIG) -এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন?
5➤ সম্প্রতি, কবে ‘World Kindness Day’ পালিত হয়?
6➤ কোন দেশ “COP 27 United Nations Climate Change Conference 2022” -এর আয়োজন করবে?
7➤ রাজ্যসভার নতুন সেক্রেটারী জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন?
8➤ “World Diabetes Day” কবে পালিত হয়?
9➤ কোন রাজ্য ‘জুনিয়র হকি বিশ্বকাপ 2021’ -এর আয়োজন করবে?
10➤ National Children’s Day কবে পালিত হয়?
11➤ অনলাইন গেমিং প্ল্যাটফর্ম “My 11 Circle” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন?
12➤ সম্প্রতি, কবে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালিত হয়েছে?
13➤ সম্প্রতি, 14 নভেম্বর তারিখে কোন দিবসটি পালিত হয়েছে?
14➤ কোন বিশ্বনেতা 6 ডিসেম্বর 2021 তারিখে ভারত ভ্রমনে আসবেন?
15➤ সম্প্রতি, কবে “ঝাড়খন্ড স্থাপনা দিবস” পালিত হয়েছে?
16➤ Habibganj Railway Station -এর নতুন নাম কী?
17➤ “Internattional Day for Tolerance” কবে পালিত হয়?
18➤ ICC Men T20 World Cup 2021 – কোন দেশ জিতেছে?
19➤ ICC Men’s Cricket Committee -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
20➤ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “দুয়ারে রেশন” যোজনা লঞ্চ করেছে?
21➤ কোন রাজ্যে ভারতের প্রথম “Food Museum” শুরু হয়েছে?
22➤ নিম্নলিখিত কোন সংস্থা “Gunness World Rocords” -এর খেতাব পেয়েছে?
23➤ “Nehru: The Debates that Defined India” পুস্তকটি কে লিখেছেন?
24➤ “World Kindness Day 2021” -এর থিম কী?
25➤ ‘National Press Day’ কবে পালিত হয়?
26➤ কোন রাজ্যে প্রতিবছর “Wangala Festival” পালিত হয়?
27➤ F1 Sao Paulu Grand Prix 2021 – কে জিতেছে?
28➤ পৃথিবীর বৃহত্তম সোলার পাওয়ার পার্ক “Bhadla Solar Park” কোন রাজ্যে অবস্থিত?
29➤ ICC T20 World Cup 2021 -এ “Player of The Tournament” -এর খেতাব কে জিতেছে?
30➤ সম্প্রতি, 16 নভেম্বর 2021 তারিখে ‘UNESCO’ কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
31➤ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় “Rezang La War Memorial” -এর উদ্বোধন করেছেন?
32➤ উত্তর প্রদেশের প্রথম “Anti Air Pollution Tower” কোথায় উদ্বোধন করা হল?
33➤ সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে “Purvanchal Expressway” -এর উদ্বোধন করেছেন?
34➤ সাহিত্য বিভাগে কে “JCB Prize 2021” জিতেছে?
35➤ সম্প্রতি, প্রকাশিত “The Disruptor: How Vishwanath Pratap Singh Shook India” পুস্তকটি কে লিখেছেন?
36➤ সম্প্রতি, 17 নভেম্বর 2021 তারিখে ভারতের স্বাধীনতা সংগ্রামী “লালা লাজপৎ রায়” -এর কততম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে?
37➤ “NCC Alumni Association” কবে লঞ্চ হবে?
38➤ সম্প্রতি, প্রয়াত Babasaheb Purandare কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
39➤ কোন সংস্থা “Swavalamban Challenge Fund (SCF)” লঞ্চ করেছে?
40➤ World Diabetes Day 2021 -এর থিম কী?
41➤ সম্প্রতি, কবে “World Toilet Day” পালিত হয়েছে?
42➤ কোন শহর 82 তম “All India Presiding Officers Conference” (AIPOC) -এর আয়োজন করেছে?
43➤ কোন দেশ “ICC Champions Trophy 2025” -এর আয়োজন করবে?
44➤ বিশ্বজুড়ে “World Philosophy Day” কবে পালিত হয়?
45➤ Global Bribery Risk Rankings List -এ ভারতের অবস্থান কত?
46➤ ভারতে প্রতিবছর কবে “National Naturopathy Day” পালিত হয়?
47➤ নিম্নলিখিত কে “Lal Salaam” নামক উপন্যাসটি লিখেছেন?
48➤ Universal Children’s Day কবে পালিত হয়?
49➤ নিম্নলিখিত কে আন্তর্জাতিক T20 ক্রিকেট ফরম্যাটে দ্রুত 2500 রান করেছেন?
50➤ FIH Junior Hockey World Cup 2021 -এ ভারতীয় পুরুষ জুনিয়র হকি দলের নেতৃত্ব কে করবে?
More Link: 👉 Weekly CA November 2nd Week 2021
👇
1. Maths Quiz with Explanation
Wooow Sir Superb Content.
ReplyDelete