Top 10 CURRENT AFFAIRS Quiz
01st August 2021
Current Affairs MCQ: 1st Aug 2021
Useful for WBP, Excise, BANK, SSC, RAILWAY, UPSC, WBCS, PSC & Others Competitive Exams
Hello,
Do you want to carry the Questions and Answers of Current Affairs wherever you go?
Read
& note the most expected Current Affairs questions with answers and
well-designed and be aware of our daily happenings all around
the world.
1. সম্প্রতি, কোন রাজ্য সরকার ” রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা” শুরু করেছে?
[A] মেঘালয়
[B] রাজস্থান
[C] মধ্যপ্রদেশ
[D] ছত্তিসগড়
[A] মেঘালয়
[B] রাজস্থান
[C] মধ্যপ্রদেশ
[D] ছত্তিসগড়
Correct Answer: ছত্তিসগড়
Short Note:
Short Note:
ছত্তিসগড় (Chattisgarh) –
- প্রতিষ্ঠা – 1 নভেম্বর 2000
- রাজধানী – নতুন রায়পুর
- মুখ্যমন্ত্রী – ভুপেশ বাঘেল
- রাজ্যপাল – অনুসুইয়া উইকে
- প্রতিবেশী রাজ্য – মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ
- লোকসভা আসন – 11, রাজ্যসভা আসন – 5, বিধানসভা আসন – 90
2. সম্প্রতি, প্রয়াত “অর্জুন পুরস্কার” বিজেতা নন্দু নাটেকর কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] টেনিস
[B] ব্যাডমিন্টন
[C] ক্রিকেট
[D] ফুটবল
[A] টেনিস
[B] ব্যাডমিন্টন
[C] ক্রিকেট
[D] ফুটবল
Correct Answer: [B] ব্যাডমিন্টন
3. সম্প্রতি, কবে “World Ranger Day” পালিত হয়েছে?
[A] 28 জুলাই
[B] 29 জুলাই
[C] 30 জুলাই
[D] 31 জুলাই
[B] 29 জুলাই
[C] 30 জুলাই
[D] 31 জুলাই
Correct Answer: [D] 31 জুলাই
4. সম্প্রতি, কোন মন্ত্রক 15তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘Earth System Science Data Portal’ শুরু করেছে?
[A] Ministry of Education
[B] Ministry of Women and Development
[C] Ministry of Earth Science
[D] Ministry of Information and Broadcasting
[A] Ministry of Education
[B] Ministry of Women and Development
[C] Ministry of Earth Science
[D] Ministry of Information and Broadcasting
5. ভারতের কোন রাজ্য সরকার সর্বপ্রথম ট্রান্সজেন্ডারদের সরকারি চাকরিতে সংরক্ষিত আসন -এর সুবিধা দিয়েছে?
[A] উত্তরপ্রদেশ
[B] হরিয়ানা
[C] গুজরাট
[D] কর্ণাটক
[A] উত্তরপ্রদেশ
[B] হরিয়ানা
[C] গুজরাট
[D] কর্ণাটক
Correct Answer: [D] কর্ণাটক
কর্ণাটক (Karnataka) –
- রাজধানী – বেঙ্গালুরু
- মুখ্যমন্ত্রী – বসাভারাজ বোম্মায়
- রাজ্যপাল – থাওয়ারচাঁদ গেহলট
- লোকসভা আসন – 28, রাজ্যসভা আসন – 15, বিধানসভা আসন – 224
- প্রতিবেশী রাজ্য – মহারাষ্ট্র, গোয়া, কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানা।
6. অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় বক্সার কে?
[A] মেরি কম
[B] বিজেন্দর সিং
[C] বিকাশ কৃষ্ণন
[D] শিব থাপা
[A] মেরি কম
[B] বিজেন্দর সিং
[C] বিকাশ কৃষ্ণন
[D] শিব থাপা
Correct Answer: [B] বিজেন্দর সিং
Short Note: বক্সার বিজেন্দর সিং প্রথম ভারতীয় যিনি বেজিং অলিম্পিক 2008 তাম্র পদক জিতেছেন।
Short Note: বক্সার বিজেন্দর সিং প্রথম ভারতীয় যিনি বেজিং অলিম্পিক 2008 তাম্র পদক জিতেছেন।
7. কে “Maharashtra Bhushan Award 2021” জিতেছেন?
[A] সচিন টেন্ডুলকার
[B] আশা ভোসলে
[C] রতন টাটা
[D] লতা মঙ্গেশকর
[A] সচিন টেন্ডুলকার
[B] আশা ভোসলে
[C] রতন টাটা
[D] লতা মঙ্গেশকর
8. জাতিসঙ্ঘ কবে বিশজুড়ে প্রতিবছর “World Day Against Trafficking in Persons” পালিত করে?
[A] 29 জুলাই
[B] 30 জুলাই
[C] 28 জুলাই
[D] 31 জুলাই
[A] 29 জুলাই
[B] 30 জুলাই
[C] 28 জুলাই
[D] 31 জুলাই
9. 33তম “গ্রীষ্মকালীন অলিম্পিক 2024” কোন শহরে অনুষ্ঠিত হবে?
[A] বেজিং, চীন
[B] দিল্লি, ভারত
[C] টোকিও, জাপান
[D] প্যারিস, ফ্রান্স
[A] বেজিং, চীন
[B] দিল্লি, ভারত
[C] টোকিও, জাপান
[D] প্যারিস, ফ্রান্স
Correct Answer: [D] প্যারিস, ফ্রান্স
Short Note: 33তম “গ্রীষ্মকালীন অলিম্পিক 2024” ফ্রান্সের রাজধানী প্যারিস -এ অনুষ্টিত হবে
Short Note: 33তম “গ্রীষ্মকালীন অলিম্পিক 2024” ফ্রান্সের রাজধানী প্যারিস -এ অনুষ্টিত হবে
অলিম্পিক –
- গ্রিসের রাজধানী এথেন্স -এ 1986 খ্রিস্টাব্দের 6 জুলাই সর্বপ্রথম অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্টিত হয়
- অলিম্পিক ক্রীড়া প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়।
- International Ollympic Committee (IOC) দ্বারা অলিম্পিক ক্রীড়া পরিচালিত হয়।
10. সম্প্রতি, “National Women Online Chess Tittle” খেতাব কে জিতেছে?
[A] অর্পিতা মুখার্জি
[B] বন্তিকা আগারওয়াল
[C] সৌম্যা স্বামীনাথন
[D] সৃজা শেষাদ্রি
[A] অর্পিতা মুখার্জি
[B] বন্তিকা আগারওয়াল
[C] সৌম্যা স্বামীনাথন
[D] সৃজা শেষাদ্রি
Correct Answer: [B] বন্তিকা আগারওয়াল
Short Note: দিল্লীর দাবা খেলোয়াড় বন্তিকা আগারওয়াল “National Women Online Chess Tittle” খেতাব জিতেছে।
Short Note: দিল্লীর দাবা খেলোয়াড় বন্তিকা আগারওয়াল “National Women Online Chess Tittle” খেতাব জিতেছে।
Please share it with your friends & help them.